Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার বিশ্বমূড়ায় (কথিত পণ্ডিত বিহার) প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম ২০২৩-২৪
Details

চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার বিশ্বমূড়ায় (কথিত পণ্ডিত বিহার) প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম ২০২৩-২৪

১৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান দল কর্তৃক চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার বিশ্বমূড়ায় (কথিত পণ্ডিত বিহার) প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আঞ্চলিক পরিচালক এ. কে. এম সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত প্রত্নতাত্ত্বিক খনন দলটিতে আরও রয়েছেন ফিল্ড অফিসার মো: শাহীন আলম, সার্ভেয়ার চাইথোয়াই মারমা, আলোকচিত্রকর শঙ্খনীল দাস ও পটারী রেকর্ডার রিপন মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে-এর অনুমতিক্রমে ও নির্দেশনায় এ প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের বিশ্ব মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান এবং কর্ণফুলী থানা অফিসার ইন চার্জ দুলাল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বড় উঠানের স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ। উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী তার বক্তব্যে চট্টগ্রামের পুরাকীর্তি, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বের কথা তুলে ধরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা কাজে সহায়তা প্রদান করতে এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্যে চট্টগ্রামের আঞ্চলিক পুরাকীর্তির উপর গুরুত্বারোপ করেন। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্নপর্যটনের গুরুত্বারোপ করে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজে সহায়তা প্রদানের জন্য স্থানীয়দেরকে আহ্বান জানান। এছাড়া প্রত্নতাত্ত্বিক খননের জন্য নির্বাচিত স্থানের ভূমি মালিকগণের প্রতিনিধি মো: ওসমান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।

Attachments
Publish Date
24/09/2023
Archieve Date
30/09/2025