Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Archaeological excavations at Shalban Bihar in Comilla 2021 - 22 Activities
Details
২২ ফেব্রুয়ারি, ২০২২, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান দল কর্তৃক কুমিল্লার শালবন বিহারে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আঞ্চলিক পরিচালক এ. কে. এম সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত খনন দলটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ফিল্ড অফিসার মো: শাহীন আলম। এ খনন দলটিতে আরও রয়েছে ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি, গবেষণা সহকারী মো: ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মারমা ও পটারী রেকর্ডার রিপন মিয়াসহ খননের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব রতন চন্দ্র পন্ডিত-এর অনুমতিক্রমে এবং সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা শালবন বিহারের অভ্যন্তরে এ বছর প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Attachments
Publish Date
30/03/2022
Archieve Date
31/08/2022