সিটিজেনস চার্টার
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা
১. ভিশন ও মিশন
২. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
দর্শনার্থী ও পর্যটকদের জন্য জাদুঘরের সময়সূচী অনুযায়ী বাংলাদেশ তথা দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শন |
প্রবেশমূল্য পরিশোধের মাধ্যমে জাদুঘরে প্রবেশ |
সংশ্লিষ্ট জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা |
সরকার কর্তৃক নির্ধারিত প্রবেশমূল্য নগদ |
প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত (প্রতিদিন দুপুর ১:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত বিরতি) শুক্রবার ১২:৩০টা থেকে ২:৩০টা পর্যন্ত বিরতি সোমবার দুপুর ২.০০ থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত
রবিবার সাপ্তাহিক বন্ধ। রমজান মাসের সময়সূচি সোমবার - শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:গগ টা পর্যন্ত ( দুপুর ১.০০ থেকে ১:৩০ টা পর্যন্ত বিরতি)
তাৎক্ষণিক (জাদুঘরের সময়সূচী অনুযায়ী)
|
মো: শাহীন আলম, কাস্টোডিয়ান ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কোটবাড়ি, কুমিল্লা ফোন: +৮৮-০২৩৩৪৪৩৮৭৯৯ মোবাইল: +৮৮-০১৫৫০৪১২৬২৭ ই-মেইল: mm.archcu@gmail.com
|
২ |
সংরক্ষিত পুরাকীর্তি দর্শন |
ক. প্রবেশমূল্য পরিশোধের মাধ্যমে পুরাকীর্তিস্থলে প্রবেশ |
সংশ্লিষ্ট পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা |
সরকার কর্তৃক নির্ধারিত প্রবেশমূল্য নগদ |
তাৎক্ষণিক (জাদুঘরের সময়সূচী অনুযায়ী)
|
১. সালেহ আহমদ (দায়িত্ব-প্রাপ্ত কর্মচারী) ইটাখোলা মূড়া, কোটবাড়ি, কুমিল্লা। ফোন নম্বর: ০১৮৬৫ ১৬৮৭১৩ ২. আতিকুর রহমান (দায়িত্ব-প্রাপ্ত কর্মচারী), রুপবান মূড়া, কোটবাড়ি, কুমিল্লা। ফোন নম্বর: ০১৮৫৯ ৪২৮৩৩০ |
খ. প্রবেশমূল্য ব্যতীত প্রত্নস্থলে প্রবেশ |
সংশ্লিষ্ট পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা |
বিনামূল্যে |
তাৎক্ষণিক (জাদুঘরের সময়সূচী অনুযায়ী)
|
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ |
||
৩ |
গাইডের (guide) মাধ্যমে জাদুঘর প্রদর্শন |
জাতীয় ও বিশেষ দিবসসমূহে |
প্রয়োজন নেই |
বিনামূল্যে |
তাৎক্ষণিক (জাদুঘরের সময়সূচী অনুযায়ী)
|
মো: শাহীন আলম, কাস্টোডিয়ান ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কোটবাড়ি, কুমিল্লা ফোন: +৮৮-০২৩৩৪৪৩৮৭৯৯ মোবাইল: +৮৮-০১৫৫০৪১২৬২৭ ই-মেইল: mm.archcu@gmail.com |
৪ |
জাদুঘরে প্রতিবন্ধী বান্ধব প্রদর্শনের ব্যবস্থা |
হুইল চেয়ার, র্যাম্প ইত্যাদি এবং ব্রেইল ও সাংকেতিক ভাষা ব্যবহারের মাধ্যমে জাদুঘরে প্রবেশ |
প্রয়োজন নেই |
বিনামূল্যে |
ঐ |
ঐ |
৫ |
সকল জাদুঘর ও সংরক্ষিত পুরাকীর্তি দর্শনে আগত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ |
প্রতিটি জাদুঘরে ও প্রত্নস্থানে পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপনের মাধ্যমে। |
প্রয়োজন নেই |
বিনামূল্যে |
ঐ |
ঐ |
৬ |
আগত দর্শনার্থীদের জন্য বিশ্রামাগারের সুব্যবস্থা |
প্রতিটি জাদুঘর ও প্রত্নস্থানে বিশ্রামাগার স্থাপনের মাধ্যমে |
প্রয়োজন নেই |
বিনামূল্যে। তবে কতিপয় জাদুঘর ও প্রত্নস্থানের বিশ্রামাগারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে সীমিত সংখ্যক দর্শনার্থী রাত্রি যাপন করতে পারে |
ঐ |
ঐ |
৭ |
জাদুঘর ও সংরক্ষিত পুরাকীর্তি দর্শনে আগত দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিং |
আগত দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য সুনির্দিষ্ট স্থান |
সংশ্লিষ্ট জাদুঘর ও প্রত্নস্থল হতে |
সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে |
ঐ |
ঐ |
৮ |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রকাশনা, ভিউকার্ড, পোস্টার, ফোল্ডার, পুস্তিকা বিক্রয় করা হয়। |
আঞ্চলিক পরিচালকের কার্যালয়, অধীনস্থ জাদুঘর ও প্রত্নস্থল নির্ধারিত মূল্যের বিনিময়ে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লার সকল জাদুঘর ও প্রত্নস্থল। |
নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে |
ঐ |
ঐ |
৯ |
প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক দুষ্প্রাপ্য পুস্তক ও জার্নাল দিয়ে গ্রন্থাগারে আগত শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের গ্রন্থাগার সেবা প্রদান করা হয়ে থাকে। |
আবেদনের মাধ্যমে অনুমতি গ্রহণ সাপেক্ষে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয় ও কুমিল্লার সকল জাদুঘর। |
কেবল ফটোকপি সরবরাহ করার জন্য মূল্য পরিশোধের প্রয়োজন হয়। |
ঐ |
ঐ |
১০ |
মেলায় অংশগ্রহণ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লার সকল জাদুঘর ও প্রদর্শনীকেন্দ্রের কার্যক্রম ও সংরক্ষিত পুরাকীর্তি সম্পর্কে তথ্য প্রদান করা হয়। |
পোস্টার, তথ্যপত্র, ব্রুশিয়ার ও পুস্তক-পুস্তিকা প্রভৃতি প্রকাশনার মাধ্যমে। |
সংশ্লিষ্ট মেলায় |
পোস্টার, তথ্যপত্র, ব্রুশিয়ার ও পুস্তক-পুস্তিকা প্রভৃতি প্রকাশনার নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে এবং কতিপয় প্রকাশনা বিনামূল্যে প্রদান করা হয়। |
সরকার নির্ধারিত সংশ্লিষ্ট মেলার সময়ে |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা এবং অধীনস্থ ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কুমিল্লা |
১১ |
প্রত্নস্থানে স্যুটিং চিত্রায়ণের অনুমতি প্রদান। |
সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে লিখিত আবেদন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে। |
|
সরকার নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবেদনপত্র পৌঁছার ০৫ (পাঁচ) কার্যদিবসে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
১২ |
প্রত্নবস্তু সংগ্রহ, প্রত্নস্থান উৎখনন ও পুরাকীর্তি সংস্কার-সংরক্ষণ করা হয়। |
আবেদনের মাধ্যমে সুনির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক নীতিমালা অনুসরণ করে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা।
|
প্রযোজ্য নয় |
-
|
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ ই-মেইল: |
১৩ |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লার ওয়েবসাইটে সকল প্রত্নতাত্ত্বিক ও দাপ্তরিক হালনাগাদ তথ্য প্রদান করা হয়। |
ওয়েবসাইট হালনাগাদের মাধ্যমে |
আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ওয়েবসাইটে: archaeology.comilla.gov.bd |
বিনামূল্যে |
১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে |
ঐ |
১৪ |
প্রত্নতত্ত্ব, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রকাশনা, ভিউকার্ড, পোস্টার, ফোল্ডার, পুস্তিকা, প্রতিবেদন প্রভৃতি প্রকাশ করা হয়। |
আবেদনের মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা। |
সরকার কর্তৃক নির্ধারিত টাকার বিনিময়ে। |
- |
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ ই-মেইল: |
১৫ |
ময়নামতি জাদুঘরের ডিজিটাল ইনভেন্টরি “Mainamati Museum, Department of Archaeology, Cumilla” |
ওয়েবসাইট হালনাগাদের মাধ্যমে |
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লার ওয়েবসাইট: archaeology.comilla.gov.bd |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ ই-মেইল: |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা:
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
চাহিদানুযায়ী কোন প্রত্নবস্তুর রাসায়নিক পরীক্ষান্তে প্রতিবেদন প্রদান। |
প্রত্নবস্তুর হস্তান্তর সাপেক্ষে |
১। সাদা কাগজে লিখিত আবেদন ২। যে প্রত্নবস্তুর রাসায়নিক পরীক্ষা করা হবে তার যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ। |
বিনামূল্যে |
প্রত্নবস্তু প্রাপ্তির পরে ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে। |
রাখী রায় উপপরিচালক, প্রত্নসম্পদ ও সংরক্ষণ ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৫ মোবাইল: +৮৮০-১৭১২৮১৭৯৫০ ও মোঃ আবুল হোসেন সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৬-৫১০ মোবাইল: +৮৮০-১৭২৬১৭৭৮২০ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়। |
২ |
শিক্ষা, গবেষণা ও প্রকাশনা কাজের জন্য নিদর্শনের ছবি, নকশার অনুলিপি সরবরাহ করা হয়। |
আবেদনের মাধ্যমে মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে। |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা |
বিনামূল্যে |
শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতি কার্যদিবসে সকাল ৯:০০ টা থেকে ৫:০০টা পর্যন্ত। |
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ ই-মেইল: |
৩ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লার ব্যয় মঞ্জুরি প্রদান। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
ক) দপ্তর এবং জাদুঘরের প্রস্তাব খ) সংশ্লিষ্ট সরঞ্জামাদি ক্রয়ের প্রশাসনিক অনুমোদন গ) অনুমোদিত টিওএন্ডই এর কপি ঘ) বাজেট বরাদ্ধের পরিমাণ ঙ) দরপত্র মূল্যয়ন কমিটির সুপারিশ (প্রযোজ্য ক্ষেত্রে) চ) ** (তারকা) চিহ্নিত খাতের জন্য অর্থ বিভাগের সম্মতি ছ) * চিহ্নিত খাতের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ের সম্মতি |
বিনামূল্যে |
৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে |
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে
সেখ কামাল হোসেন উপপরিচালক, (প্রশাসন) (উপসচিব) ফোন : +৮৮-০২-৪১০২৪৬৫৩ ও মুহম্মদ ফরিদ মোল্যা হিসাব রক্ষণ কর্মকর্তা (অ: দা:) ফোন: +৮৮-০২-৪১০২৪৬৫৭-৫৩৪ ফ্যাক্স: ০২- ৪১০২৪৬৫৭ মোবাইল: +৮৮-০১৭২৪-৮৯৬৯২৮ ই-মেইল : mdfaridmolla-72@gmail.com |
৪ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা ও এর আওতাধীন দপ্তর ও জাদুঘরসমূহের বাজেট বরাদ্ধ/বিভাজন। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
ক) দপ্তর এবং জাদুঘরের প্রস্তাব প্রেরণ খ) সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্ধকৃত অর্থের পরিমাণ গ) অর্থ বিভাগের অনুমোদনের কপি |
বিনামূল্যে |
১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
৫ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা ও এর আওতাধীন দপ্তর ও জাদুঘরসমূহের বার্ষিক ক্রয় প্রস্তাব অনুমোদন। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
ক) পিপিআর-২০০৮ অনুসরণে ক্রয়কারী দপ্তর ও জাদুঘরের প্রস্তাব খ) সংশ্লিষ্ট দপ্তর/ অধিদপ্তরের টিওএন্ডই গ) বাজেটে বরাদ্ধের পরিমাণ |
বিনামূল্যে |
১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
৬ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা ও এর আওতাধীন দপ্তর ও জাদুঘরসমূহের কর্মকর্তা/কর্মচারিদের গৃহনির্মাণ ঋণ। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
১। সাদা কাগজে লিখিত আবেদন প্রদান ২। যে জমিতে গৃহ নির্মাণ/মেরামত করা হবে সে জমির দলিল/বায়না পত্র ৩। ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা। ৪। যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ |
বিনামূল্যে |
৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে |
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় |
৭ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা ও এর আওতাধীন দপ্তর ও জাদুঘরসমূহের কর্মকর্তা/কর্মচারিদের মটরযান ক্রয়ে অগ্রীম প্রদান। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
১। সাদা কাগজে লিখিত আবেদন প্রদান ২। আবেদনকারীর ১৫০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা। ৩। মোটর সাইকেল বিক্রয়কারীর অঙ্গীকারনামা। ৪। যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ
|
বিনামূল্যে |
৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে |
ঐ |
৮ |
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা ও এর আওতাধীন দপ্তর ও জাদুঘরসমূহের কর্মকর্তা/কর্মচারিদের কম্পিউটার ক্রয়ে অগ্রীম। |
সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী। |
১। সাদা কাগজে লিখিত আবেদন প্রদান ২। আবেদনকারীর ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা। ৩। যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ
|
বিনামূল্যে |
৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
২.৩) অভ্যন্তরীণ সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
পেনশন মঞ্জুরি |
পেনশন বিধিমালা ১৯৭৪ অনুযায়ী |
(ক) নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৬৩৯, গেজেটেড/নন গেজেটেড)। প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (খ)নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে সার্ভিস বুক। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে চাকুরির বিবরণী। (গ) এলপিআর এ গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) (ঘ) শেষ বেতনের প্রত্যয়পত্র (হিসাব রক্ষণ কর্মকর্তা/আঞ্চলিক পরিচালকের কার্যালয় কর্তৃক প্রদত্ত) (ঙ) সত্যায়িত ছবি। (চ) প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণাপত্র। (ছ) নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ। (জ) না-দাবী প্রত্যয়ন পত্র। |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ১৫ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩০ কর্মদিবসের মধ্যে। |
ড. মোছাঃ নাহিদ সুলতানা আঞ্চলিক পরিচালক আঞ্চলিক পরিচালকের কার্যালয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা ৩৫০৩ ফোন নম্বর: +৮৮০২৩৩৪৪৩৭০৮৯ প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে
সেখ কামাল হোসেন উপপরিচালক, (প্রশাসন) (উপসচিব) ফোন : +৮৮-০২-৪১০২৪৬৫৩
|
২ |
অর্জিত ছুটি |
সরকারি আদেশ জারি অনুযায়ী |
ক) সাদা কাগজে লিখিত আবেদন খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং ২৩৯৫ গেজেটেড) গ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়। |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৭ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ১৫ কর্মদিবসের মধ্যে। |
আঞ্চলিক পরিচালক ও সহকারী পরিচালক (প্রশাসন) প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা।
এবং
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
৩ |
অর্জিত ছুটি (বহি: বাংলাদেশ) |
সরকারি আদেশ জারি অনুযায়ী |
ক) সাদা কাগজে লিখিত আবেদন খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং ২৩৯৫ গেজেটেড) গ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়। ঘ) ব্যক্তিগত কারণে কর্মচারিদের বিদেশ ভ্রমণের আবেদনপত্র। প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা। |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৫ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩০ কর্মদিবসের মধ্যে। |
আঞ্চলিক পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা।
এবং
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
|
৪ |
শ্রান্তি ও বিনোদন ছুটি |
সরকারি আদেশ জারি অনুযায়ী |
ক) সাদা কাগজে লিখিত আবেদন খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং ২৩৯৫ গেজেটেড) গ) হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় ও প্রশাসন শাখা, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা। |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৫ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৭ কর্মদিবসের মধ্যে। |
ঐ
|
৫ |
মাতৃত্বকালীন ছুটি |
সরকারি আদেশ জারি অনুযায়ী |
ক) সাদা কাগজে লিখিত আবেদন খ) ডাক্তারের প্রত্যয়নপত্র |
বিনামূল্যে |
৩০ কর্মদিবস |
ঐ
|
৬ |
চাকরি স্থায়ীকরণ |
সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও সরকারি মঞ্জুরি আদেশ জারি অনুযায়ী |
ক) সাদা কাগজে লিখিত আবেদনপত্র প্রদান খ) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন ( পদোন্নতির ক্ষেত্রে ০১ বছর এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ০২ বছরের এসিআর) |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৩০ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩৫ কর্মদিবসের মধ্যে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
|
৭ |
উচ্চতর গ্রেড প্রদান |
ক) উচ্চতর গ্রেডের শর্তপূরণ সাপেক্ষে। খ) সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারি মঞ্জুরি আদেশ জারি। |
ক) সাদা কাগজে লিখিত আবেদনপত্র প্রদান খ) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন গ) সার্ভিস বই (প্রযোজ্য ক্ষেত্রে) |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৩০ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩৫ কর্মদিবসের মধ্যে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
|
৮ |
পদোন্নতি প্রদান |
ক) সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারি মঞ্জুরি আদেশ জারি। |
ক) সাদা কাগজে লিখিত আবেদনপত্র প্রদান খ) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন গ) সার্ভিস বই (প্রযোজ্য ক্ষেত্রে) |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৩০ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩৫ কর্মদিবসের মধ্যে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
|
৯ |
সাধারণ ভবিষৎ তহবিল হতে অগ্রিম মঞ্জুরি |
সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা ১৯৮৯ অনুযায়ী |
ক) নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৬৩৯, গেজেটেড/নন-গেজেটেড) খ) সাধারণ ভবিষ্যৎ তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণী
প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় ও প্রশাসন শাখা, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা। |
বিনামূল্যে |
(ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ১৫ কর্মদিবসের মধ্যে। (খ) নন-ক্যাডার গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ৩৫ কর্মদিবসের মধ্যে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।
|
১০ |
আবাসিক ও দাপ্তরিক টেলিফোন সংযোগ ব্যবস্থা |
সমন্বিত সরকারি টেলিফোন নীতিমালা ২০০৪ অনুযায়ী |
ক) সমন্বিত সরকারি টেলিফোন নীতিমালা ২০০৪ এর নির্ধারিত ছকে আবেদন। |
বিনামূল্যে |
৩০ কর্মদিবসের মধ্যে। |
মহাপরিচালক প্রধান কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। |
২.৪) আওতাধীন দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত সেবা:
ক্রমিক |
দপ্তরের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি, ফোন নম্বর ও ই-মেইল) |
সিটিজেন চার্টার |
১. |
ময়নামতি জাদুঘর, শালবন বিহার, কুমিল্লা |
নাম: মো: শাহীন আলম পদবী: কাস্টোডিয়ান ফোন: +৮৮-০২৩৩৪৪৩৮৭৯৯ মোবাইল: +৮৮-০১৫৫০৪১২৬২৭ ই-মেইল: mm.archcu@gmail.com |
সিটিজেন চার্টার লিংক |
৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS):
সেবাপ্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিমোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক |
কখন যোগাযোগ করবেন |
কার সাথে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১. |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) |
মোঃ আবু সাইদ ইনাম তানভিরুল ফিল্ড অফিসার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লা। মোবাইল: +৮৮-০১৭১০৫০৮১৫১ ই-মেইল: tanvirarchaeology@gmail.com |
৩০ কার্যদিবস |
২. |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS) |
মোঃ আবুল হোসেন প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা ফোন : ০২-৪১০২৪৬৫৬ মোবাইল: +৮৮০-১৭২৬১৭৭৮২০ mahossainh@yahoo.com |
২০ কার্যদিবস |
৩. |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ সেল |
অভিযোগ গ্রহণ কেন্দ্র ৫ নং গেট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ওয়েব: www.grs.gov.bd |
৬০ কার্যদিবস |
৪. আপনার কাছে আমাদের প্রত্যাশা:
ক্রম |
প্রতিশ্রুত/কাঙিক্ষত সেবা প্রাপ্তির লক্ষে করণীয় |
১) |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান করা। |
২) |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা। |
৩) |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা। |
৪) |
অনাবশ্যক ফোন/তদবির না করা। |
৫) |
প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ই-মেইলের নির্দেশনা অনুসরণ করা। |