চাঁদপুর জেলার ছোট সুন্দর মসজিদ একটি সংরক্ষিত জাতীয় প্রত্নসম্পদ। আজ (১১ সেপ্টেম্বর, ২০১৯) এ ছোট সুন্দর মসজিদের সংরক্ষণ নোটিশ স্থাপন, সংস্কারের পূর্ব প্রস্তুতি, প্রাক্কলন প্রণয়ন কাজের জন্য ডকুমেন্টেশন কালে উপস্থিত ছিলেন চাঁদপুরের সম্মানীয় জেলা প্রশাসক জনাব মোঃ মাজেদুর রহমান খান, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।