১৬ ডিসেম্বর ২০২১, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি (পুষ্পস্তবক) অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমানের সাথে দপ্তরের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এছাড়া, মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজয় দিবসের অন্যান্য কার্যক্রম হিসেবে আঞ্চলিক কার্যালয়ের ভবনে আলোকসজ্জা করা হয়, এবং দপ্তরের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারিদের জন্য খেলাধুলা আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান।